
ফেনী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা শিক্ষা কর্মকর্তা সফিউল হক, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মুজাফফর আহমদ জাফরী, সাবেক ফেনী জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তালেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল মুহাইমিন তাজিম, মহিপাল কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমানসহ প্রমুখ।
সভায় ফেনী মুক্ত দিবসে সকাল সাড়ে ১০ টায় র্যালি ও আলোচনা সভার সিদ্ধান্ত হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ১০ টায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমি পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা, বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবসে ভোর ৬ টা ২৮ মিনিটে তোপধ্বনি, সাড়ে ৬ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৮ টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা, বিকেল ৩ টায় প্রীতিম্যাচ, সন্ধায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিনদিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা প্রশাসক মনিরা হক বলেন, যথাযথ মর্যাদায় সুষ্ঠুভাবে আমরা দিবসগুলো উদযাপন করবো। কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও যেন সুন্দরভাবে এসব দিবস উদযাপন করে।