বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৩৮
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা শিক্ষা কর্মকর্তা সফিউল হক, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মুজাফফর আহমদ জাফরী, সাবেক ফেনী জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তালেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল মুহাইমিন তাজিম, মহিপাল কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমানসহ প্রমুখ।

সভায় ফেনী মুক্ত দিবসে সকাল সাড়ে ১০ টায় র‌্যালি ও আলোচনা সভার সিদ্ধান্ত হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ১০ টায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমি পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা, বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

মহান বিজয় দিবসে ভোর ৬ টা ২৮ মিনিটে তোপধ্বনি, সাড়ে ৬ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৮ টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা, বিকেল ৩ টায় প্রীতিম্যাচ, সন্ধায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিনদিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

সভায় জেলা প্রশাসক মনিরা হক বলেন, যথাযথ মর্যাদায় সুষ্ঠুভাবে আমরা দিবসগুলো উদযাপন করবো। কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও যেন সুন্দরভাবে এসব দিবস উদযাপন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের
প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান
দিনাজপুরে পিঠা উৎসবের সমপনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় 
১০