র‌্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৫
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান আলমকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮। ছবি: বাসস

বরিশাল, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান আলমকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলম পিরোজপুর জেলার মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে।

গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুর ১২টায় বরিশাল র‌্যাব ৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসাদুজ্জামান আলমকে আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এবিষয়ে পিরোজপুর থানার উপ পরিদর্শক আনিচুর রহমান জানান, আসামি মো. আসাদুজ্জামান আলমের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১০ ঝিনাইদাহে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। 

তিনি বলেন, এছাড়া পিরোজপুরে আরো একটি হত্যা মামলা চলমানসহ তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলমকে পিরোজপুর আদালতে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের
প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান
দিনাজপুরে পিঠা উৎসবের সমপনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় 
১০