
রাঙ্গামাটি, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নিশাত শারমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।