বৈরুতে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর সামরিক প্রধান নিহত 

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:০০

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইল বৈরুতে এক হামলায় রোববার হিজবুল্লাহর সামরিক প্রধানকে হত্যা করেছে। ইসরাইলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ গোষ্ঠী পৃথকভাবে এ তথ্য জানিয়েছে। 

লেবানন কর্তৃপক্ষ জানায়, একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছে। বৈরুত থেকে বার্তাসংস্থা এ খবর জানায়।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় নিহত হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার হলেন হাইথাম আলী তাবাতাবা। এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে করা হয়েছিল।

লেবাননের সরকারের প্রতি ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণ করার’ আহ্বান জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার বলেছেন, যে তার দেশ ‘হিজবুল্লাহকে তার শক্তি পুনর্গঠন করতে দেবে না।’

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে. হামলায় পাঁচজন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে।

বৈরুতের দক্ষিণ শহরতলির হারেত হ্রিক এলাকায় এই হামলায় নিহতদের পরিচয় মন্ত্রণালয় প্রকাশ করেনি। এটি হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন একটি ঘনবসতিপূর্ণ এলাকা।

তবে, পরে গোষ্ঠীটি জানিয়েছে, তাদের চার যোদ্ধা নিহত হয়েছে।

হামলার পরপরই এক বিবৃতিতে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে তারা ‘হিজবুল্লাহর প্রধান জেনারেল স্টাফ হাইথাম আলী তাবাতাবাইকে হত্যা করেছে।’

এক বছরের সংঘাত শেষে ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর এটি বৈরুতের দক্ষিণ শহরতলিতে পঞ্চম ইসরাইলি হামলা। পোপ চতুর্দশ লিওর লেবানন সফরের এক সপ্তাহ আগে এই হামলা হয়।

সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে তারা যুদ্ধবিরতিতে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে, একটি বিশ্বাসঘাতক ইসরাইলি হামলায় ‘মহান কমান্ডার’ তাবাতাবা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছে।

ঘটনাস্থলে উপস্থিত একজন এএফপি সংবাদদাতা জানান, নয় তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলাটি আঘাত হেনেছে। অ্যাম্বুলেন্স ও দমকল কর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য তৎপর হয়েছে। ঘটনাস্থলটি সুরক্ষিত করার জন্য লেবানিজ সৈন্য মোতায়েন করা হয়েছে।

রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাস্তায় বেশ ক’টি পুড়ে যাওয়া গাড়ি রয়েছে।

এএফপি সাংবাদিক উদ্ধারকর্মীদের একটি সাদা ব্যাগে মোড়ানো একটি মৃতদেহ এবং কমপক্ষে তিনজন আহত নারীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি এএফপিকে জানান, ‘আমি বারান্দায় ছিলাম। হঠাৎ একটি আলোর ঝলকানি হল, তারপর আমি রেলিংয়ে ধাক্কা খেলাম এবং সমস্ত কাচ ভেঙে গেল।’

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, ভবনে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনিই এই হামলার নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘বৈরুতের কেন্দ্রস্থলে, আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) হিজবুল্লাহর প্রধান কর্মীর ওপর হামলা চালিয়েছে, যিনি সন্ত্রাসী সংগঠনের গঠন এবং পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছিলেন।’

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পৃথকভাবে বলেছেন, ‘যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে।’ তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইল ‘সর্বোচ্চ বল প্রয়োগের নীতি অব্যাহত রাখবে।’

যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল লেবাননের ওপর তার হামলার সমর্থন করে বলেছে যে হিজবুল্লাহকে পুনর্গঠন থেকে বিরত রেখে চুক্তির শর্তাবলী বজায় রাখা হয়েছে।

ইসরাইল জানায়, ৫ জুন, তারা হিজবুল্লাহর একটি ড্রোন কারখানায় আঘাত করার পর রোববারের হামলাটি ছিল বৈরুতের দক্ষিণ শহরতলির প্রথম হামলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পিঠা উৎসবের সমপনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় 
র‌্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা
শ্রমিক সংকট ও উৎপাদন খরচ বৃদ্ধি, ধানের দাম কমায় উদ্বিগ্ন কৃষকরা
রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ট্রাম্প একজন ফ্যাসিস্ট: মামদানি 
হামাস ও হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর
রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইনসহ কারবারি গ্রেপ্তার
১০