হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা সমাপ্ত 

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৩৫

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : হন্ডুরাসের আগামী ৩০ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রোববার নির্বাচনী প্রচারণার শেষ দিনে তিন প্রধান প্রার্থীর সকলেই অনিয়মের অভিযোগ তুলেছেন। 

দেশটিতে অনুষ্ঠেয় এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে।

বামপন্থী প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রোর উত্তরসূরি নির্বাচনের জন্য মধ্য আমেরিকার এই দেশটিতে ৬০ লাখেরও বেশি মানুষ ভোট প্রদান করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের কারণে ল্যাটিন আমেরিকার সবচেয়ে সহিংস দেশগুলোর মধ্যে হন্ডুরাস অন্যতম।

রাজনৈতিকভাবে বেশ কয়েকটি ভাগে বিভক্ত এই দেশে আইনপ্রণেতা ও মেয়রসহ আরও কয়েকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার ন্যাশনাল পার্টি ও লিবারেল পার্টির কমপক্ষে আট জন সমর্থক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

পুলিশের মুখপাত্র গ্রেগোরিও কর্নেজো এএফপিকে জানিয়েছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করছে, এই দুর্ঘটনায় তেগুসিগালপা থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) উত্তর-পূর্বে কলিনাস শহরে ৫০ জন আহত হয়েছেন।

হন্ডুরাসে মাদক পাচার ও গ্যাং কার্যক্রমের কারণে সহিংসতার মাত্রা অত্যন্ত বেশি। 

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশটিতে প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং তিন জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। প্রার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

আসন্ন এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা হলেন— ক্যাস্ত্রোর ক্ষমতাসীন লিবার পার্টির রিক্সি মনকাডা, ন্যাশনাল পার্টির ডানপন্থী নাসরি আসফুরা ও লিবারেল পার্টির সালভাদর নাসরাল্লা। 

২০২২ সাল থেকে ক্ষমতায় থাকা ৬৬ বছর বয়সী কাস্ত্রোর টানা দ্বিতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ওপর সংবিধান নিষেধাজ্ঞা আরোপ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পিঠা উৎসবের সমপনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় 
র‌্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা
শ্রমিক সংকট ও উৎপাদন খরচ বৃদ্ধি, ধানের দাম কমায় উদ্বিগ্ন কৃষকরা
রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ট্রাম্প একজন ফ্যাসিস্ট: মামদানি 
হামাস ও হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর
রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইনসহ কারবারি গ্রেপ্তার
১০