যাত্রাবাড়ীতে গণহত্যা : এসি তানজিল-ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৪:৩৪ আপডেট: : ০৬ এপ্রিল ২০২৫, ১৪:৫১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ছবি: বাসস

ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : জুলাই আগস্টের গণহত্যা মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আজ তাদের হাজির করে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ প্রতিবেদন দাখিলে দিন ধার্য  রয়েছে।

গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ আদেশ দেন।

জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও দলীয় ক্যাডার হত্যা, গণহত্যা ও নির্বিচারে গুলি করে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। 

এ অপরাধে জড়িতদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমার শহরে জুলাই অভ্যুত্থান / চাঁদপুরে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা 
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আমার শহরে জুলাই অভ্যুত্থান / খুলনা ছিল আন্দোলনে উত্তাল, সারাদিন চলে ব্যাপক ধড়পাকড়
থাই সংঘর্ষে কম্বোডিয়ার মৃতের সংখ্যা বেড়ে ১৩ : প্রতিরক্ষা মন্ত্রণালয়
আমার শহরে জুলাই গণঅভ্যুত্থান / মেহেরপুর ছিল আতঙ্কের শহর
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০
মৃত্যুতে নামহীন, স্মৃতিতে অম্লান : অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন
১০