ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তির জন্য এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে । পরীক্ষা চলবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ।
বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আজ এ তথ্য জানান।
নিজের ফেসবুক একাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা মোট ৪০৬২৭ জন।
আইনজীবী হিসেবে এ বছরই যারা সনদ পেতে চান তিনি তাদের শুভ কামনা জানান।