যমুনা ব্যাংকের এসএভিপি প্রশান্ত কুমারের ৯ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৪০ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নয়টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থ পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে প্রশান্ত কুমার দাসের নামে ৯টি ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব ব্যাংক হিসাবে জমাকৃত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পরবে। তাই বর্ণিত ব্যাংক হিসাবে জমাকৃত টাকা অবরুদ্ধ করা আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০