যমুনা ব্যাংকের এসএভিপি প্রশান্ত কুমারের ৯ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৪০ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নয়টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থ পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে প্রশান্ত কুমার দাসের নামে ৯টি ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব ব্যাংক হিসাবে জমাকৃত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পরবে। তাই বর্ণিত ব্যাংক হিসাবে জমাকৃত টাকা অবরুদ্ধ করা আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোর জেলা ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে দোয়া মাহফিল
জুলাই স্মরণ : আন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের ওপর চাপ
আইসিসিবির ৩০তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ঢাবির এ. এফ. রহমান হলে অধূমপায়ীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না
বিচার নিশ্চিত না হলে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে
সামিউনের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সেপ্টেম্বরে আমিরাতে বসছে এশিয়া কাপ
বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : সেলিম উদ্দিন
২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ
জুলাই অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে : নাহিদ ইসলাম
১০