যমুনা ব্যাংকের এসএভিপি প্রশান্ত কুমারের ৯ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৪০ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নয়টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থ পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে প্রশান্ত কুমার দাসের নামে ৯টি ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব ব্যাংক হিসাবে জমাকৃত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পরবে। তাই বর্ণিত ব্যাংক হিসাবে জমাকৃত টাকা অবরুদ্ধ করা আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ভিত্তিক কর্মসংস্থানের সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
প্লাস্টিক দূষণ মোকাবেলায় এনজিও এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : চসিক মেয়র
কুষ্টিয়ায় জাতীয়ভাবে উদ্যাপন করা হবে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী
পরিবেশ দূষণকারী পরিবহন ও নিষিদ্ধ পলিথিন বাজারজাতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 
আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও সুষম নগরায়ণের সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
মেরিটাইম ইন্ডাস্ট্রিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা স্বাক্ষর
আমি মেসিকে শ্রদ্ধা করি, কিন্ত তার সাথে নিজেকে তুলনা করিনা : ইয়ামাল
বিপিএম ও পিপিএম পুরস্কার পেয়েছেন ৬২ পুলিশ সদস্য
তথ্যের অধিকার নিশ্চিত করতে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ : বেবিচক চেয়ারম্যান
সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
১০