যমুনা ব্যাংকের এসএভিপি প্রশান্ত কুমারের ৯ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৪০ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নয়টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থ পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে প্রশান্ত কুমার দাসের নামে ৯টি ব্যাংক হিসাবে ৫৪ লক্ষ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব ব্যাংক হিসাবে জমাকৃত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পরবে। তাই বর্ণিত ব্যাংক হিসাবে জমাকৃত টাকা অবরুদ্ধ করা আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত
১০