মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:২০
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। ছবি: বাসস

মাগুরা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

দীর্ঘ এক মাসের তদন্ত শেষে গতকাল রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে মামলার চার্জশিট জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিনের আদালতে দাখিল করেছে মাগুরা সদর থানা পুলিশ।

চার্জশিট সম্পর্কে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, চার্জশিটে মামলার চারজন আসামীকেই অভিযুক্ত করা হয়েছে। তদন্তে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামী হিসেবে নাম এসেছে হিটু শেখের, যিনি শিশুটির বোনের শ্বশুর।

মিরাজুল ইসলাম জানান, ঘটনার রাতে শিশুটিকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এছাড়াও, শিশুটির বোন জামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১লা মার্চ আট বছরের শিশুটি তার বোনের শ্বশুরবাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে আসে। ৫ই মার্চ রাতে হিটু শেখ তার ওপর পাশবিক নির্যাতন চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ১৩ মার্চ মৃত্যুবরণ করে ।

মর্মান্তিক এই ঘটনায় ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও উঠে আসে শিশুটির নির্মম পরিণতির করুণ চিত্র।

পুলিশের দেওয়া চার্জশিটের পর মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী
পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা
গোপালগঞ্জের পরিস্থিতিতে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরঘাটে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল সেট মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ
নগর উন্নয়নে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক দেবে ডিএনসিসি
পিরোজপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল ১০ ব্যাংক, ২ আর্থিক প্রতিষ্ঠান
১০