সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ছয় মাস সময় পেল টাস্কফোর্স

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬:২২ আপডেট: : ২২ এপ্রিল ২০২৫, ১৮:৪৯
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ফাইল ছবি

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো ছয় মাস সময় পেল উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স।

আলোচিত এই মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষের নয় মাস সময় আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ছয় মাস সময় দিয়ে আগামী ২২ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ শুনানি করেন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন। সেই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ওই আদেশের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর হাইকোর্ট র‌্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছিল র‌্যাব। একপর্যায়ে গত সেপ্টেম্বরে হাইকোর্টের আগের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবের থেকে সরিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে করার নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদক বিরোধী অভিযানকালে কর্মকর্তারা ৯ মিমি পিস্তল ব্যবহার করবেন
ভবিষ্যতে বিতর্কিত কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে দেখতে চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ 
চট্টগ্রামের লোহাগাড়ায় কাটা রাইফেল ও কার্তুজসহ ডাকাত গ্রেফতার
বৃষ্টি বিঘ্নিত দিনে শান্তর হাফ-সেঞ্চুরিতে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ
সিলেটের হাওরে ৪৫ শতাংশ ধান কাটা শেষ
কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আগামীকাল লন্ডনে বৈঠক করবে ইউক্রেনের মিত্ররা
শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার
বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
১০