সাবেক এমপি সাফিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৬:২৬ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৬:৩৫
সাবেক এমপি মোসা. সাফিয়া খাতুন। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস): সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় সোয়াইব রহমান নামে এক ব্যাক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন ১ ডিসেম্বর রাজধানীর পল্লবী থানাধীন আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান করাকালে সেখানে অবস্থানরত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার এজাহার নামীয় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ভিকটিম সোয়াইব রহমান শরীরের পিছনের অংশ কোমরের নিচে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসমূহ ও অন্যান্য ছাত্র জনতা ভিকটিমকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ১ ডিসেম্বর মিরপুর মডেল থানায় ভিকটিম সোয়াইব রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০