সাবেক এমপি সাফিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৬:২৬ আপডেট: : ১৬ জুন ২০২৫, ১৬:৩৫
সাবেক এমপি মোসা. সাফিয়া খাতুন। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস): সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় সোয়াইব রহমান নামে এক ব্যাক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন ১ ডিসেম্বর রাজধানীর পল্লবী থানাধীন আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান করাকালে সেখানে অবস্থানরত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার এজাহার নামীয় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ভিকটিম সোয়াইব রহমান শরীরের পিছনের অংশ কোমরের নিচে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসমূহ ও অন্যান্য ছাত্র জনতা ভিকটিমকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ১ ডিসেম্বর মিরপুর মডেল থানায় ভিকটিম সোয়াইব রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০