খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৫৫
ক্ষমতাচ্যুত, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

খুলনা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল এবং এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া এ মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের সূত্রে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয়। 

কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহর মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি। সোমবার এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় ৬ জনের নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
 রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎহীন
বিএনপি নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে : আমির খসরু
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত : ভূমি উপদেষ্টা
জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
নতুন কুড়ি সফল করতে রাজশাহীতে জেলা প্রশাসকের মতবিনিময়
১০