১০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক এমপি মাসুদসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:২২

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ১০০ কোটি টাকা পাচারের অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান বলেন, ‘সিআইডি আজ বৃহস্পতিবার বনানী থানায় ১০০ কোটি ৭৮ লাখ টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত সকল অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

মামলার বিবরণী অনুসারে, জনশক্তি রপ্তানি কোম্পানি ফাইভ এম ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়ায় লোকজন পাঠাতেন মাসুদ উদ্দিন চৌধুরী। আসামিরা যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়েছেন। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।

এই সময়ে, সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকা ফি ছাড়াও জন প্রতি অতিরিক্ত দেড় লাখ টাকা করে আদায় করা হয়েছিল। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ পরীক্ষা, চিকিৎসা ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা করে আদায়ের প্রমাণ পাওয়া গেছে।

মামলায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদ ও সিন্ডিকেটের সদস্যদেরও আসামি করা হয়েছে।

সিআইডি ইতোমধ্যেই মাসুদ উদ্দিন চৌধুরী ও তার সিন্ডিকেট সদস্যদের ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন
সাতক্ষীরা সীমান্তে তিনমাসে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর
বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী
সাতক্ষীরায় বিআরটিএ’র ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় 
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
১০