শিরোনাম
গাজীপুর, ৭ নভেম্বর, ২০২৩ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তিনি উপাচার্য ড. মাকসুদ কামালকে শুভেচ্ছা জানান। এসময় বাউবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন সঙ্গে ছিলেন।
বাউবি উপাচার্য বলেন, ড. মাকসুদ কামালের নেতৃত্বে উৎকর্ষতা ও সৃজনশীলতায় ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় আরো গতিশীল ও সমৃদ্ধি অর্জন করবে সেই সঙ্গে শিক্ষারমান, উদ্ভাবনী জ্ঞান ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। উপাচার্য হিসেবে তার পেশাগত জীবন আরো বেশি উৎকর্ষতার স্বাক্ষর বয়ে আনবে একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।
বাউবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দেশের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ড. হুমায়ুন আখতার।
বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ওই তথ্য জানানো হয়েছে।