বৈষম্যহীনভাবে যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে: রাষ্ট্রপতি

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৮:১৮ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হবো- ইনশাল্লাহ।

‘জাতীয় সমাজসেবা দিবস, ২০২৫’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামীকাল দেশে ‘জাতীয় সমাজসেবা দিবস’ উদযাপিত হবে।

রাষ্ট্রপতি বলেন, “সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় সমাজসেবা দিবস, ২০২৫’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।”

তিনি বলেন, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অধীনে গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে ভাতা প্রদান ও বিভিন্ন কৌশলগত সংস্কার কর্মসূচি সামাজিক নিরাপত্তা বলয় দৃঢ়করণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সুবিধা বঞ্চিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মো. সাহাবুদ্দিন বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সকলের কাম্য। দেশের কল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দিতে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই।

তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত ও মানবাধিকার সুরক্ষায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধা বঞ্চিত শিশু, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষাপটে জাতীয় সমাজসেবা দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে।

তিনি ‘জাতীয় সমাজসেবা দিবস, ২০২৫’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপিত
দক্ষিণ আফ্রিকার ‘মানবজাতির উদ্ভবস্থল’ গুহা খুলে দেওয়া হয়েছে
ড্রোন হামলায় সিরিয়ায় আহত ৮: গণমাধ্যম
যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে প্যাকেজ চুক্তির প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া
বরগুনায় ধীর গতির সড়কের কাজে মানুষের ভোগান্তি
বেরোবিতে গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী
শ্রমিক বান্ধব পেনশন স্কিম চালু করার সুপারিশ সংস্কার কমিশনের
৮০০ কর্মী ও স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ডিএসসিসি’র মশক নিধন অভিযান
ভোলায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক 
১০