এমপিও ভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটি’র মাধ্যমে বেতন পাবেন: শিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৯:২২
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস): এমপিও ভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটি'র মাধ্যমে বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, শিক্ষকদের বেতন ও অবসর সুবিধা প্রদানে ইএফটি পদ্ধতি হয়রানি ও ভোগান্তির অবসান করেছে। ইএফটি পদ্ধতিতে এমপিও’র অর্থ সুবিধা প্রদানের ফলে দুর্নীতি দূর হবে।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ, অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে প্রেরণ এবং এনসিটিবির ওয়েবসাইটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন, অবসর ও কল্যাণ সুবিধা এখন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে প্রেরণ করার পদ্ধতি চালু হওয়ার ফলে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের হয়রানি ও ভোগান্তির অবসান হলো।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই নতুন ইএফটি ব্যবস্থা সময় ও অর্থের সাশ্রয় নিশ্চিত করবে। পাশাপাশি, শিক্ষাখাতে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে সরকারের নগদ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা সহজ করতে আইবাস ++ (ইন্টিগ্রেটেড বাজেট এন্ড এ্যকাউনটিং সিস্টেম) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আইবাস ++ অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) কর্মসূচির একটি স্কিম। এই পদ্ধতির মাধ্যমে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সামাজিক নিরাপত্তা উপকার-ভোগীদের দ্রুত আর্থিক সেবা দেওয়া হয়। ইএমআইএস প্ল্যাটফর্মে শিক্ষক ও কর্মচারীদের তথ্য সংরক্ষণ করা হয়, যা থেকে বেতনের পে-রোল তৈরি করে আইবাস ++ এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়।

ইএফটি পদ্ধতির আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসের প্রথম কর্ম-দিবসে বেতন পাবেন। বেতন প্রদান সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতন-ভাতার বিবরণী দেখতে পারবেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধাও ইএফটি পদ্ধতিতে দেওয়া হবে। তাদের বেতন থেকে যথাক্রমে ৬% ও ৪% অর্থ অবসর ও কল্যাণ তহবিলে জমা হবে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। আবেদনকারীরা প্রতিটি স্তরে তাদের আবেদন প্রক্রিয়ার অগ্রগতি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জন্য ১৩,৪৯৫.১৬ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বেসরকারি কলেজের জন্য ৩২৯.৯৭ কোটি এবং স্কুলের জন্য ৯,১৬৫.১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য যথাক্রমে ৫,০৭৩.৫৮ কোটি ও ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বর্তমানে দেশে এমপিওভুক্ত মোট প্রতিষ্ঠান সংখ্যা- ১৯,৮৪৭ এবং এমপিওভুক্ত মোট শিক্ষক ও কর্মচারীর সংখ্যা- ৩,৯৮,০৬৮ জন। এর মধ্যে ২,৮২৮টি কলেজে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ৬৮,৯৪৯ জন ও কর্মচারীর সংখ্যা ২৮,২৫৭ জন; ১৭,৪৭৮টি বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ২,১১,৪৪৩ জন ও কর্মচারীর সংখ্যা ৮৯,৪১৯ জন; ৮,২২৯টি মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ১,৩৮,৫৫৯ জন ও কর্মচারীর সংখ্যা ৪২,১৩৪ জন এবং ২,২৮২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ১৬,৫৫৭ জন ও কর্মচারীর সংখ্যা জন ৫,৫৬৪ জন।

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই নতুন ইএফটি ব্যবস্থা সময় ও অর্থের সাশ্রয় নিশ্চিত করবে। পাশাপাশি, শিক্ষাখাতে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে সরকারের নগদ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে।

ভবিষ্যৎ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাথে আইবাস ++ সংযোগ স্থাপন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পার্সোনাল লেজার (পিএল) অ্যাকাউন্ট তৈরি করে ইএফটি পদ্ধতিতে বেতন প্রদানের পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০