সিরাজগঞ্জে শীতে জনজীবন বিপর্যস্ত

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তোলা ছবি

সিরাজগঞ্জ, ২ জানুয়ারি ২০২৫ (বাসস): ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো সিরাজগঞ্জ। গত তিনদিস ধরে জেলায় দেখা নেই সূর্যের। এরই মধ্যে কনকনে ঠান্ডায় হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যন্ত, বিশেষ করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষদের। অন্যদিকে, শীতের প্রকোপের সাথে সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠাণ্ডাজনিত রোগ।

এ রকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে জেলার চরাঞ্চলের মানুষেরা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র, বিশেষত কম্বল বিতরণ করা হচ্ছে।

জেলার চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার কৃষক রফিকুল ইসলাম জানান, হিমেল হাওয়া ও তীব্র শীতের মধ্যেই বেগুন ও মরিচ খেতের পরিচর্যা করতে হচ্ছে। কৃষকরা শীতের মধ্যেই মাঠে কাজ করছেন।

অন্যদিকে, যমুনার চরাঞ্চল অধ্যুষিত কাওয়াকোলা ইউনিয়নের প্রবীণ বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ জানান, তীব্র শীতে যমুনা নদীভাঙ্গন কবলিত এলাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষদের।  

জেলায় শীতের প্রকোপের সাথে সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠাণ্ডাজনিত রোগ। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।

২৫০-শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুর নাহার মনি জানান গত তিনদিনে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ঠাণ্ডা রোগে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তিনি এই ঠাণ্ডায় শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি ভিটামিন ‘সি’ ও জুস জাতীয় খাবার খাওয়ানো এবং গরম কাপড় দিয়ে শিশুদের ঢেকে রাখার পরামর্শ দেন।

তিনি জানান, হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞরা সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো. রবিউল আলম জানান, শীতে সিরাজগঞ্জে এ পর্যন্ত পাঁচশত ছিন্নমূল মানুষের মধ্যে জেলা ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত সারা জেলায় শীতার্ত মানুষের মধ্যে নয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও একহাজার কম্বল মজুদ রয়েছে, যেখানে প্রয়োজন সেখানেই জরুরি ভিত্তিতে তা বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কসমোপ্রফ-ভারত ২০২৫ : আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনীতে বাংলাদেশের উপস্থিতি
ফাইন্যান্সিয়াল ক্রাইম প্রতিরোধে সিআইডি-বাংলাদেশ ব্যাংক-এমএফএসের মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় সিআইডি-টিকটকের কাঠামোবদ্ধ সমন্বয়ের উদ্যোগ
মুগদায় পিস্তল-গুলি, ম্যাগজিন ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেফতার
ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা বৃহস্পতিবার
ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক
ডিসেম্বরে ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস ও আধুনিক ল্যান্ডিং পেজ চালু করবে ডিএসই 
হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি
একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
১০