রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, তিনজন মাদক কারবারি গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামসহ একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর চেষ্টাকালে সাজিদুলকে গ্রেফতার করা হয়। অপর দুজন সহযোগী পালিয়ে যায়। এ সময় সাজিদুলের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  পালিয়ে যাওয়া দুই ব্যক্তির কাছে গাঁজা বিক্রির জন্য  সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত সাজিদুল। তিনি  দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন  স্থানে বিক্রি করতো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ‘গুজব’ ছড়াচ্ছে : মির্জা ফখরুল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি
আদাবরে গ্রেফতার ১০২, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
ডিপিএম পদ্ধতিতে নাগরিক সেবা কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন 
ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন কুনহা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড
পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মা-মেয়ে নিহত
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
১০