নড়াইলে পূজা উদযাপন ফ্রন্টের কর্মী সম্মেলন 

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:২৯

নড়াইল, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার কর্মী সম্মেলন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৭ টায় শহরের রুপগঞ্জ নিশিনাথতলা মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস। সম্মেলনে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক কুন্ডু। কর্মী সম্মেলন সম্প্রীতি সমাবেশের উদ্বোধক ছিলেন বিএনপির  সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সেক্রেটারি  ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সমীর বসু, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপির  নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক লাল, সাংগঠনিক সম্পাদক জয় দেব রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব মঞ্জুরুল সাঈদ বাবু। কর্মী সম্মেলন ও সম্প্রীতি সমাবেশে জেলার ৩ উপজেলার সনাতন সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় মাদকসহ কারবারি আটক
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনলেন ট্রাম্প
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবে লেবানন
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার
সুন্দরবনে কুমির নিয়ে গবেষণা 
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
১০