শিরোনাম
নড়াইল, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার কর্মী সম্মেলন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৭ টায় শহরের রুপগঞ্জ নিশিনাথতলা মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস। সম্মেলনে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক কুন্ডু। কর্মী সম্মেলন সম্প্রীতি সমাবেশের উদ্বোধক ছিলেন বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সেক্রেটারি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সমীর বসু, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক লাল, সাংগঠনিক সম্পাদক জয় দেব রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব মঞ্জুরুল সাঈদ বাবু। কর্মী সম্মেলন ও সম্প্রীতি সমাবেশে জেলার ৩ উপজেলার সনাতন সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।