চাঁদপুরে ছিন্নমূল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৮

চাঁদপুর, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় ছিন্নমূল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিনগত রাত ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া নিম্ন আয়ের ছিন্নমূল ও অসহায় মানুষদের শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

এ সময় শহরের বেদে পল্লী, পুরানবাজারের হরিসভা, রনাগোয়ালসহ আশপাশের এলাকায় ডিসি নিজে গিয়ে শীতবস্ত্র অসহায়দের হাতে তুলে দেন।  

জেলা প্রশাসক বাসস’কে জানান, আপনারা জানেন যে সারাদেশেই শৈত্য প্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রযেছে। আমরা ইতোমধ্যে প্রতিটা ইউনিয়ন পর্যায়েও শীতবস্ত্র বিতরণ করছি। তারই অংশ হিসেব আজকে আমরা শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বিদেশ সফরে তুরস্কে এরদোগানের সঙ্গে দেখা করবেন পোপ লিও
গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল টমেটো চাষে সফল জীবননগরের কৃষকরা 
সাতক্ষীরায় ৮৬০ কেজি শামুক জব্দ
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ উদ্ধার, আটক ২৮৬
জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ ভবনে দায়িত্ব পালন করছে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা
খাগড়াছড়ি সীমান্ত থেকে ৬ কোটি টাকার মালামাল জব্দ
পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত
নাটোরে নারীর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল
ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯
১০