টাঙ্গুয়ার হাওরে পাখি ও মাছ শিকারের দায়ে আটক ৩

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১২

সুনামগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ দিয়ে পাখি ও মাছ শিকারের দায়ে আজ ভোরে আল আমিন (২৪), (কামরুল ২০) ও আতিকুল নামের দুই শিকারীকে আটক করা হয়েছে।

আটকরা হচ্ছে, আল আমিন ও কামরুল তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর গ্রামের  ও আতিকুল নবগঠিত মধ্যনগর উপজেলার বংশিকুণ্ডা গ্রামের বাসিন্দা।

আজ ভোরে পাখিসহ তাদের টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে আটক করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা অবৈধভাবে পাখি ও মাছ শিকারীদের ধরতে ওৎ পেতে ছিল। ভোর ৫ টার দিকে টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে একটি পাখি শিকারের সময় আল আমিন ও কামরুলকে আটক করে এবং একই এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আতিককে আটক করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে এলে উপজেলা নির্বাহী কর্তকর্তা তাদের তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

এসময় পাখিটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, অবৈধভাবে পাখি ও মাছ শিকরের দায়ে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি 
এফওসিতে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব
তিন ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ পুনঃস্থাপন
তিস্তা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছর ধরে বন্ধ
চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের জরিমানা
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
দুর্নীতি ও অর্থ আত্মসাৎ : সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উন্নতমানের গবেষণায় সবাইকে উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে: ভিসি বিএমইউ 
১০