টাঙ্গুয়ার হাওরে পাখি ও মাছ শিকারের দায়ে আটক ৩

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১২

সুনামগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ দিয়ে পাখি ও মাছ শিকারের দায়ে আজ ভোরে আল আমিন (২৪), (কামরুল ২০) ও আতিকুল নামের দুই শিকারীকে আটক করা হয়েছে।

আটকরা হচ্ছে, আল আমিন ও কামরুল তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর গ্রামের  ও আতিকুল নবগঠিত মধ্যনগর উপজেলার বংশিকুণ্ডা গ্রামের বাসিন্দা।

আজ ভোরে পাখিসহ তাদের টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে আটক করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা অবৈধভাবে পাখি ও মাছ শিকারীদের ধরতে ওৎ পেতে ছিল। ভোর ৫ টার দিকে টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে একটি পাখি শিকারের সময় আল আমিন ও কামরুলকে আটক করে এবং একই এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আতিককে আটক করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে এলে উপজেলা নির্বাহী কর্তকর্তা তাদের তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

এসময় পাখিটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, অবৈধভাবে পাখি ও মাছ শিকরের দায়ে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০