টাঙ্গুয়ার হাওরে পাখি ও মাছ শিকারের দায়ে আটক ৩

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১২

সুনামগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ দিয়ে পাখি ও মাছ শিকারের দায়ে আজ ভোরে আল আমিন (২৪), (কামরুল ২০) ও আতিকুল নামের দুই শিকারীকে আটক করা হয়েছে।

আটকরা হচ্ছে, আল আমিন ও কামরুল তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর গ্রামের  ও আতিকুল নবগঠিত মধ্যনগর উপজেলার বংশিকুণ্ডা গ্রামের বাসিন্দা।

আজ ভোরে পাখিসহ তাদের টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে আটক করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা অবৈধভাবে পাখি ও মাছ শিকারীদের ধরতে ওৎ পেতে ছিল। ভোর ৫ টার দিকে টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে একটি পাখি শিকারের সময় আল আমিন ও কামরুলকে আটক করে এবং একই এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আতিককে আটক করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে এলে উপজেলা নির্বাহী কর্তকর্তা তাদের তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

এসময় পাখিটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, অবৈধভাবে পাখি ও মাছ শিকরের দায়ে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০