টাঙ্গুয়ার হাওরে পাখি ও মাছ শিকারের দায়ে আটক ৩

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১২

সুনামগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ দিয়ে পাখি ও মাছ শিকারের দায়ে আজ ভোরে আল আমিন (২৪), (কামরুল ২০) ও আতিকুল নামের দুই শিকারীকে আটক করা হয়েছে।

আটকরা হচ্ছে, আল আমিন ও কামরুল তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর গ্রামের  ও আতিকুল নবগঠিত মধ্যনগর উপজেলার বংশিকুণ্ডা গ্রামের বাসিন্দা।

আজ ভোরে পাখিসহ তাদের টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে আটক করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা অবৈধভাবে পাখি ও মাছ শিকারীদের ধরতে ওৎ পেতে ছিল। ভোর ৫ টার দিকে টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল এলাকা থেকে একটি পাখি শিকারের সময় আল আমিন ও কামরুলকে আটক করে এবং একই এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আতিককে আটক করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে এলে উপজেলা নির্বাহী কর্তকর্তা তাদের তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

এসময় পাখিটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, অবৈধভাবে পাখি ও মাছ শিকরের দায়ে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০