রংপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪

রংপুর, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): শৈত্য প্রবাহে ভোগান্তি ও দুর্দশা লাঘবের উদ্দেশ্যে নগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে আজ পাঁচশ’ হতদরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এর উদ্যোগে এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) -এর সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. আকবর আলীসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং রিলিফ উপ-পরিষদের সদস্যবৃন্দ হত দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে পাঁচশ’ কম্বল বিতরণ করেন।
 
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) রংপুরের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ তাইফুর রহমান, চেম্বারের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল আলম, মোঃ আলতাফ হোসেন চৌধুরী, হাসান মাহবুব আখতার, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাবিহুল হক, মোঃ সানোয়ার হোসেন, রিলিফ উপ-পরিষদের সদস্য মমিনুর রহমান লিটন, মোঃ মজিবর রহমান ও চেম্বারের অফিস সচিব ড. মোঃ রেজা-উন-নূর প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনচেলত্তিকে মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
দিনাজপুরে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য উৎসব মেলা’ 
শুটকিতে কীটনাশকের ব্যবহার, ৮৭ শতাংশ নিরাপদ 
চুক্তিতে আগ্রহী হলেও ইরানের ওপর নিষেধাজ্ঞার কঠোর বাস্তবায়ন চান ট্রাম্প
ঢাবি শিক্ষার্থী সাম্য’র মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন
আইসিসি’র মাসসেরা খেলোয়াড় হলেন মিরাজ
ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা : প্রতিনিধি দলের বিষয়ে মুখ খোলেনি ক্রেমলিন
‘জাতীয় নারীস্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার সুপারিশ কমিশনের
ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের
রাঙ্গামাটিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
১০