রংপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪

রংপুর, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): শৈত্য প্রবাহে ভোগান্তি ও দুর্দশা লাঘবের উদ্দেশ্যে নগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে আজ পাঁচশ’ হতদরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এর উদ্যোগে এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) -এর সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. আকবর আলীসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং রিলিফ উপ-পরিষদের সদস্যবৃন্দ হত দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে পাঁচশ’ কম্বল বিতরণ করেন।
 
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) রংপুরের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ তাইফুর রহমান, চেম্বারের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল আলম, মোঃ আলতাফ হোসেন চৌধুরী, হাসান মাহবুব আখতার, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাবিহুল হক, মোঃ সানোয়ার হোসেন, রিলিফ উপ-পরিষদের সদস্য মমিনুর রহমান লিটন, মোঃ মজিবর রহমান ও চেম্বারের অফিস সচিব ড. মোঃ রেজা-উন-নূর প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি 
এফওসিতে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব
তিন ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ পুনঃস্থাপন
তিস্তা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছর ধরে বন্ধ
চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের জরিমানা
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
দুর্নীতি ও অর্থ আত্মসাৎ : সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উন্নতমানের গবেষণায় সবাইকে উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে: ভিসি বিএমইউ 
১০