ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অর্থনীতিবিদ মো. আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অর্থনীতিবিদ আনিসুর রহমান গতকাল রাজধানী একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আজ এক শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা বলেন, সরাসরি ছাত্র হিসেবে আমি তাঁর কাছে অর্থনীতির গুরুত্বপূর্ণ পাঠ নিয়েছি। বহুমুখী প্রতিভার এই অর্থনীতিবিদের যথোপযুক্ত মূল্যায়ন আমরা করতে পারিনি। এটি আমার ব্যক্তিগত আফসোস।
উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।