সিলেটে ফের কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:২১

সিলেট, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটে ফের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি।

আজ সোমবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করে।

পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালেও বেশ কিছু পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনি, পোস্তদানা, কেনু, মহিষ, গরু এবং মাদক জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। অভিযানকালে চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেটকার জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিয়ায় সহিংসতায় ১ লাখ ২৮ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত : জাতিসংঘ
বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান
জাতীয় সমাবেশে যোগদানকালে ৩ জনের মৃত্যুতে জামায়াতের আমিরের শোক
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ
আগামী বছর ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ / সিলেট জুড়ে ছিল চাপা ক্ষোভ-আতঙ্ক, সাংবাদিক এটিএম তুরাবের দাফন, জামায়াত নেতারা গ্রেপ্তার
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
নীলফামারীতে তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত  
দুদক সচিব হিসেবে মোহাম্মদ খালেদ রহীমের যোগদান
চাঁদপুরে দেয়ালে দেয়ালে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি
১০