সিলেটে ফের কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:২১

সিলেট, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটে ফের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি।

আজ সোমবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করে।

পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালেও বেশ কিছু পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনি, পোস্তদানা, কেনু, মহিষ, গরু এবং মাদক জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। অভিযানকালে চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেটকার জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০