মাদক মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২’র বিচারক সৌদি প্রবাসী এক ব্যক্তিকে আজ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

২০২৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম গমনকালে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। দণ্ডপ্রাপ্ত অনিক কুমিল্লার কোতয়ালী থানার ধনুয়াখোলা দীঘির পশ্চিমপাড়ের আব্দুর আজিজের ছেলে।

দণ্ডের পাশাপাশি তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়ে এ রায় ঘোষণা করেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২’র বিচারক অরুণাভ চক্রবর্তী। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় অভিযুক্ত অনিকের চাচাতো ভাই মাসুদ ওরফে রুবেলকে খালাস দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম গমনকালে অনিককে আটক করে ব্যাগ তল্লাশি করা হলে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুল ইসলাম ছালাম দুই জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে অধিদপ্তরের আরেক পরিদর্শক হোসেন মিঞা ২০২৩ সালের ৩ এপ্রিল অনিক ও রুবেলের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলার বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
সাভারে বিএনপির পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত
ইতিহাস ও সংস্কৃতি ছাড়া জাতি দুর্বল হয়ে পড়ে : ফারুকী
জামায়াত আমীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নিন্দা
সিলেটে দেড় হাজার বোতল ভারতীয় মদ জব্দ
ঢাবি উপাচার্যের ভোট কেন্দ্র পরিদর্শন
উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
১০