আইসিইউ সুবিধাসম্পন্ন কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬
ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এয়ারবাসে ৩১৯ মডেলের বিমানটি ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছে। 

নাম প্রকাশ না করার শর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা আজ সন্ধ্যায় বাসসকে বলেন, বিমানটির সুনির্দিষ্ট বিবরণ নিরাপত্তার কারণে প্রকাশ করা হচ্ছে না। তবে, এটি এয়ারবাস এ ৩১৯ ধরণের বিমান।  

কাতার রয়্যাল ফ্যামিলির এয়ারবাস এ ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। 

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এ ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সের উন্নত চিকিৎসা সক্ষমতা তুলে ধরে এটিকে ফ্লাইং ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘এই উড়োজাহাজটি জরুরি অবস্থায় সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত, যা ট্রানজিটের সময় রোগীর নিরবচ্ছিন্ন যত্ন নিশ্চিত করে।’ 

এই এয়ারবাসে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প এবং উন্নত কার্ডিয়াক মনিটর রয়েছে। 

এটিতে চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থাপনা রয়েছে, যা বিভিন্ন জরুরী অবস্থায় চিকিৎসার প্রস্তুতি নিশ্চিত করে। প্রশস্ত কেবিন, চিকিৎসা কর্মীদের নির্বিঘ্ন চলাচলের সুবিধা ছাড়াও জীবন রক্ষাকারী চিকিৎসায় দক্ষ সেবা দিতে সক্ষম।

যাত্রা পথে সেবা নিশ্চিত করতে বিমানটিতে চারজন চিকিৎসক ও প্যারামেডিকসহ কাতারের রাজকীয় মেডিকেল ইউনিটের একটি টিম রয়েছে।

এই বিশেষজ্ঞরা কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ট্রমা কেস পর্যন্ত জরুরী পরিস্থিতি চিকিৎসা নিশ্চিত করতে পারদর্শী। চিকিৎসা কর্মীরা পুরো যাত্রা পথে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট ক্রুদের সাথে একযোগে কাজ করে।

এয়ার অ্যাম্বুলেন্সটি উন্নত জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সাউন্ডপ্রুফিং দিয়ে সজ্জিত রয়েছে যাতে রোগীর আরাম নিশ্চিত করতে ফ্লাইটের চাপ কমানো যায়।

রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা থাকায় অনবোর্ড চিকিৎসক টিমকে গ্রাউন্ড-ভিত্তিক চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার সুযোগ রয়েছে যা রোগীর যত্নের ধারাবাহিকতা নিশ্চিত করে।

কেবিন সর্বোত্তম অক্সিজেনের মাত্রা বজায় রাখা শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য গুরুত্বপূর্ণ। এই ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স বিশ্বব্যাপী গুরুতর অসুস্থ রোগীদের জন্য জীবনরক্ষাকারী সুবিধাসহ চিকিৎসা প্রদানে অনন্য। বেশি জ্বালানী সক্ষমতার সাথে সাথে এ ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা করতে পারে বলে এটিতে আন্তঃমহাদেশীয় চিকিৎসা পাওয়ার রয়েছে। 

খালেদা জিয়ার লন্ডন যাত্রা:

আজ এক ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন।

তিনি জানান, ফ্লাইটটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানার পর এই বিশেষ রাজকীয় বিমানটি পাঠিয়েছেন। 

ডাঃ হোসেন আরও জানান, এই ফ্লাইটে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্যও তার সঙ্গে থাকবেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনির সমস্যাসহ নানাবিধ স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাতিরঝিল থানার বিটিসিএল কলোনি এলাকায় মশক নিধন কর্মসূচি
সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার
দিনাজপুরে মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার
মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন, অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু,  হাসপাতালে ভর্তি ৩৬৪ জন 
ইসরাইলের ‘শত্রুতাপূর্ণ আচরণ’ বন্ধ না হলে শান্তি সম্ভব নয় : আরব লীগ
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, সাঁকো ভেঙে আহত কয়েকজন
ইসরাইলি সেনাবাহিনী গাজায় হামাসের বহুতল ভবনগুলোতে হামলা চালাচ্ছে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা
১০