পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন-নিয়ন্ত্রণে

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৩
পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন-নিয়ন্ত্রণে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা কার্যালয়ের ডিউটি অফিসার লিনা খানম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ সকাল ৯.১৭ মিনিটে আগুন লাগার তথ্যটি জানার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৯.২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ১১.৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের একটি চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। এখানে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। তবে প্রথমে দোতলায় আগুন লাগলেও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। 

বিজিবির এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজকের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক 
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইউট্যাবের শোক
গুরুতর আহতদের দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি : মানসুরা আলম
বিমান দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার শোক : নেতাকর্মীদের হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান
আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য উপদেষ্টার
ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
১০