পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন-নিয়ন্ত্রণে

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৩
পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন-নিয়ন্ত্রণে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা কার্যালয়ের ডিউটি অফিসার লিনা খানম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ সকাল ৯.১৭ মিনিটে আগুন লাগার তথ্যটি জানার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৯.২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ১১.৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের একটি চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। এখানে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। তবে প্রথমে দোতলায় আগুন লাগলেও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। 

বিজিবির এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০