চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি: বাসস

কুড়িগ্রাম, ৯ জানুয়ারি, ২০২৫(বাসস): কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে চিলমারী-রৌমারী নৌ রুটে ১৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। 

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারো ফেরি চলাচল শুরু হবে। তবে কবে নাগাদ চালু হবে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি এই কর্মকর্তা। 

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে আসা চালক আব্দুল মতিন বলেন, ফেরি চলাচল যে বন্ধ সেটা জানতাম না। গত তিনদিন ধরে ট্রাক নিয়ে রাস্তায় বসে আছি। সম্ভবত ফেরি চলাচল শুরু হতে দেরি হবে। কবে ফেরি চালু হবে এ বিষয়ে কিছুই বলতে পারছে না কর্তৃপক্ষ।

লালমনিরহাট থেকে আসা আরেক ট্রাকচালক জাহিদুল ইসলাম বলেন, এসে দেখি ফেরি বন্ধ। এখন আবার ঘুরে যেতে হবে। এতে করে বাড়তি খরচ হবে। 

বিআইডব্লিউটিএ’র উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার জুড়ে সমস্যা রয়েছে৷ সাহেবের আলগা থেকে যে চ্যানেলটা এসেছে, পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরির রুটটা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি । দুই দিন পর আবার সেই ঢল এসে পূরণ হয়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
১০