চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি: বাসস

কুড়িগ্রাম, ৯ জানুয়ারি, ২০২৫(বাসস): কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে চিলমারী-রৌমারী নৌ রুটে ১৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। 

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারো ফেরি চলাচল শুরু হবে। তবে কবে নাগাদ চালু হবে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি এই কর্মকর্তা। 

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে আসা চালক আব্দুল মতিন বলেন, ফেরি চলাচল যে বন্ধ সেটা জানতাম না। গত তিনদিন ধরে ট্রাক নিয়ে রাস্তায় বসে আছি। সম্ভবত ফেরি চলাচল শুরু হতে দেরি হবে। কবে ফেরি চালু হবে এ বিষয়ে কিছুই বলতে পারছে না কর্তৃপক্ষ।

লালমনিরহাট থেকে আসা আরেক ট্রাকচালক জাহিদুল ইসলাম বলেন, এসে দেখি ফেরি বন্ধ। এখন আবার ঘুরে যেতে হবে। এতে করে বাড়তি খরচ হবে। 

বিআইডব্লিউটিএ’র উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার জুড়ে সমস্যা রয়েছে৷ সাহেবের আলগা থেকে যে চ্যানেলটা এসেছে, পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরির রুটটা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি । দুই দিন পর আবার সেই ঢল এসে পূরণ হয়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০