বগুড়ায় জাল আইডি তৈরিতে ৯ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪০
প্রতীকী ছবি

বগুড়া, ৯ জানুয়ারী, ২০২৫ (বাসস): বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে জেলা শহরের শাপলা মার্কেট থেকে নয়জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শাপলা মার্কেটে একাধিক প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ওই নয়জনকে আটক করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলো, জেলা সদরের রাজু আহমেদ (৫০), আশরাফ আলী (৫৫), নবীন প্রামানিক (২৭), কাহালু উপজেলার মনজুরুল ইসলাম মজনু (৩০), সদরের মো. মামুন (৩০), মুজাহিদুল ইসলাম সেলিম (৫২), মো. নাহিদ ইসলাম (১৯), সেজানুর রহমান (৩৬), গাবতলীর সোহেল রানা (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শাপলা মার্কেটে কিছু প্রিন্টিং প্রেসে জাল সামরিক পরিচয়পত্র তৈরি করছে এমন একটি গোপন সংবাদ ছিল যৌথবাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে অনেকে। এ সময় মিলু প্রিন্টিং প্রেসের ম্যানেজার রাজুসহ কয়েকজন আটক হন। পরবর্তীতে মজনু স্কিনপ্রিন্ট, শামিম গ্রাফিক্স নামে প্রতিষ্ঠান থেকে কয়েকজন-সহ ৯ জনকে আটক করে যৌথবাহিনী।   

এ সময় জাল পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। 

দুপুর ২টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুদ্দীন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন তারা। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০