ডিজিটাল ভূমিসেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে চৌকস হতে হবে : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৩
আজ রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ। ছবি: পিআইডি

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত এবং ডিজিটাল ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে নিজেকে চৌকস হতে হবে। 

আজ রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি)’র ২১তম বেসিক ভূমি রিফ্রেশারস কোর্সে'র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রুমানা রহমান শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান, মো এমদাদুল হক চৌধুরী, যুগ্মসচিব ড. জাহিদ হোসেন পনির প্রমুখ।

ভূমি সচিব সালেহ আহমেদ অধীনস্থদের উপর নির্ভরতা পরিহার করার আহবান জানিয়ে আরো বলেন, দেশ ও জনগণের সেবায় প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে। সবসময়  ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। 

তিনি ডিজিটাইজ ভূমি সেবা টেকসই করতে সহকারি ভূমি কমিশনারদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করার আহবান জানান। 

তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে ভূমি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন অপরিহার্য। এই প্রশিক্ষণ ভূমি ব্যবস্থাপনায় সম্পৃক্ত মানবসম্পদের যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে গতিশীল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে বিসিএস (ভূমি) প্রশাসন ক্যাডারের ৭৫ জন সরকারি ভূমি কমিশনার অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
আবদুল্লাহ আল নোমান  ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. শাহাদাত হোসেন 
বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের
রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসছেন না জেলেনস্কি
ত্রিপোলিতে সহিংসতা: তুরস্কের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি
ত্রিপোলির সহিংসতা নিয়ে ‘উদ্বিগ্ন’ জাতিসংঘ
১০