আমরা একইভাবে সব উপলদ্ধি করি না; সেই অর্থে সবাই বিশেষ মানুষ - ড. সৈয়দ জামিল আহমেদ

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৪০
আজ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সৈয়দ জামিল আহমেদ। ছবি: শিল্পকলা একাডেমির সৈজন্যে

ঢাকা, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, আমরা সব রং, শব্দ, গান ও স্বাদ একইভাবে উপলদ্ধি করি না। সেই অর্থে আমরা সবাই বিশেষ মানুষ । 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় নানান ক্যাটাগরিতে প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা আছে, কিছু না পারা ও ব্যর্থতা আছে। আমাদের কোনো কারণে মনে করা উচিত না দুটো পা, দুটো হাত ও দুটো চোখ আছে বলেই আমরা ঐ বিশেষ ক্যাটাগরিতে পড়ি না। 

মহাপরিচালক বলেন, অন্য অনেকের মতো আমাদের সবার কিছু সমস্যা আছে। সুতরাং আমরা যেন একে অপরকে সাহায্য করে যাই। এরকম পরিস্থিতিতে বিশেষ মানুষদের আমাদের সেলিব্রেট করা উচিত। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সায়মা আরজু। 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ পরিচালক মেহজাবীন রহমান। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন গ্রেপ্তার
সাইবার অপরাধ দমনে চুক্তি সই করতে যাচ্ছে জাতিসংঘের সদস্য দেশগুলো
ভালো নির্বাচন করা ছাড়া ইসি’র আর কোন বিকল্প নেই : আব্দুর রহমানেল মাছউদ
ঝিনাইদহে আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মতবিনিময়
লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি চট্রগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার
রংপুরে গাঁজাসহ দু’জন গ্রেপ্তার
রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না : সালাহউদ্দিন
নোয়াখালীতে ট্রলার থেকে ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ
জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ সরকার: আদিলুর
নোয়াখালীতে ট্রলার থেকে ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ
১০