আমরা একইভাবে সব উপলদ্ধি করি না; সেই অর্থে সবাই বিশেষ মানুষ - ড. সৈয়দ জামিল আহমেদ

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৪০
আজ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সৈয়দ জামিল আহমেদ। ছবি: শিল্পকলা একাডেমির সৈজন্যে

ঢাকা, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, আমরা সব রং, শব্দ, গান ও স্বাদ একইভাবে উপলদ্ধি করি না। সেই অর্থে আমরা সবাই বিশেষ মানুষ । 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় নানান ক্যাটাগরিতে প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা আছে, কিছু না পারা ও ব্যর্থতা আছে। আমাদের কোনো কারণে মনে করা উচিত না দুটো পা, দুটো হাত ও দুটো চোখ আছে বলেই আমরা ঐ বিশেষ ক্যাটাগরিতে পড়ি না। 

মহাপরিচালক বলেন, অন্য অনেকের মতো আমাদের সবার কিছু সমস্যা আছে। সুতরাং আমরা যেন একে অপরকে সাহায্য করে যাই। এরকম পরিস্থিতিতে বিশেষ মানুষদের আমাদের সেলিব্রেট করা উচিত। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সায়মা আরজু। 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ পরিচালক মেহজাবীন রহমান। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০