আমরা একইভাবে সব উপলদ্ধি করি না; সেই অর্থে সবাই বিশেষ মানুষ - ড. সৈয়দ জামিল আহমেদ

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৪০
আজ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সৈয়দ জামিল আহমেদ। ছবি: শিল্পকলা একাডেমির সৈজন্যে

ঢাকা, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, আমরা সব রং, শব্দ, গান ও স্বাদ একইভাবে উপলদ্ধি করি না। সেই অর্থে আমরা সবাই বিশেষ মানুষ । 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় নানান ক্যাটাগরিতে প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা আছে, কিছু না পারা ও ব্যর্থতা আছে। আমাদের কোনো কারণে মনে করা উচিত না দুটো পা, দুটো হাত ও দুটো চোখ আছে বলেই আমরা ঐ বিশেষ ক্যাটাগরিতে পড়ি না। 

মহাপরিচালক বলেন, অন্য অনেকের মতো আমাদের সবার কিছু সমস্যা আছে। সুতরাং আমরা যেন একে অপরকে সাহায্য করে যাই। এরকম পরিস্থিতিতে বিশেষ মানুষদের আমাদের সেলিব্রেট করা উচিত। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সায়মা আরজু। 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ পরিচালক মেহজাবীন রহমান। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক ফারুকসহ ৮ জন রিমান্ডে
১০