দক্ষিণ চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৬

দক্ষিণ চট্টগ্রাম, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোয়েল এক্সপ্রেস স্লিপার এসিবাসের (নম্বর- ঢাকা মেট্রো ব-১২-১৯৮৮) সঙ্গে  কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের (নম্বর- ঢাকা মেট্রো ব-১৪-২১৩১) এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দোয়েল এক্সপ্রেসের চালক সুমন ও হানিফ বাসের চালক জসিম গুরুতর আহত হন। 

এ ছাড়াও আহত হন তিনজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দোহাজারী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন বাসসকে বলেন, ভোরে গাছবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫
কুমিল্লার বাসচাপায় দু’জন নিহত 
গাজা শহরে ইসরাইলের স্থল আক্রমণ শুরু
চট্টগ্রামে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ১৭ নির্দেশনা
খুলনায় প্লাস্টিক দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জাতীয় নির্বাচনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন
আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে সরকার এলএনজি আমদানি করছে : অর্থ উপদেষ্টা
নোবিপ্রবিতে কৃষি ও মৎস্য গবেষণা বিষয়ক ইনসেপশন ওয়ার্কশপ 
জামায়াত আমিরের সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের
১০