দক্ষিণ চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৬

দক্ষিণ চট্টগ্রাম, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোয়েল এক্সপ্রেস স্লিপার এসিবাসের (নম্বর- ঢাকা মেট্রো ব-১২-১৯৮৮) সঙ্গে  কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের (নম্বর- ঢাকা মেট্রো ব-১৪-২১৩১) এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দোয়েল এক্সপ্রেসের চালক সুমন ও হানিফ বাসের চালক জসিম গুরুতর আহত হন। 

এ ছাড়াও আহত হন তিনজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দোহাজারী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন বাসসকে বলেন, ভোরে গাছবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০