পিরোজপুরে বাস চাপায় নিহত-২

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৩

পিরোজপুর, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় গতকাল  নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় ২ জন পথচারী  নিহত এবং একজন আহত হয়েছে।

মৃতরা হলো উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে মো. রিয়াদ কাজী (২০) ও ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের মো. আনোয়ার মাঝির ছেলে মো. শাহিন মাঝি (৩০)। সম্পর্কে তারা শ্যালক দুলাভাই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি পিরোজপুর থেকে পাথরঘাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে  রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন এবং  চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যায়। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, এ ঘটনায় ২ জন নিহত হয়েছে। তাদের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০