শিরোনাম
পিরোজপুর, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি।
আজ শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি, টোনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. কবির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. হায়দুল হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান সাওন।