কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫৪
বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে গ্রেফতার করে সেনাবাহিনী। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিন) ১৭ জানুয়ারী,২০২৫ (বাসস): কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় সেনাবাহিনী কুমিল্লা ২৩ বীর অভিযান চালিয়ে নগরীর মোঘলটুলি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে টহলদল নগরীর মোঘলটুলির বাসা থেকে কবির শিকদারকে গ্রেপ্তার করে। কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামীলীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন।

কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে মহানগর আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে আমাদের কাছে হস্তান্তর করেন। কবির শিকদারের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

 
Back 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০