কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫৪
বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে গ্রেফতার করে সেনাবাহিনী। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিন) ১৭ জানুয়ারী,২০২৫ (বাসস): কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় সেনাবাহিনী কুমিল্লা ২৩ বীর অভিযান চালিয়ে নগরীর মোঘলটুলি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে টহলদল নগরীর মোঘলটুলির বাসা থেকে কবির শিকদারকে গ্রেপ্তার করে। কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামীলীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন।

কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে মহানগর আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে আমাদের কাছে হস্তান্তর করেন। কবির শিকদারের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

 
Back 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০