সুনামগঞ্জের দোয়ারাবাজারে রসুন পাচারকালে আটক ২

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রসুন পাচারকালে আটক ২। ছবি; বাসস

সুনামগঞ্জ, ১৭ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৪৬ বস্তা রসুনসহ  আনু মিয়া (২৭) ও নুরুজ্জামান (২১) নামের দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

আটককৃত আনু মিয়া সিলেট এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার বাসিন্দা ও নূরুজ্জামান সিলেট জেলার গোয়াইনঘাট থানার লাবু এলাকার বাসিন্দা। 

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১০ টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তা থেকে একটি পিকআপ ও ১৪৬ বস্তা রসুনসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন ও রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ সহ তাদের আটক করা হয়। 

দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আটককৃত আনু মিয়া ও নূরুজ্জামান চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করার সময় পুলিশ তাদের আটক করে। এসময় তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। 

এ ঘটনায় দোয়ারাবাজার থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

 
Back 
  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০