সুনামগঞ্জের দোয়ারাবাজারে রসুন পাচারকালে আটক ২

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রসুন পাচারকালে আটক ২। ছবি; বাসস

সুনামগঞ্জ, ১৭ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৪৬ বস্তা রসুনসহ  আনু মিয়া (২৭) ও নুরুজ্জামান (২১) নামের দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

আটককৃত আনু মিয়া সিলেট এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার বাসিন্দা ও নূরুজ্জামান সিলেট জেলার গোয়াইনঘাট থানার লাবু এলাকার বাসিন্দা। 

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১০ টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তা থেকে একটি পিকআপ ও ১৪৬ বস্তা রসুনসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন ও রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ সহ তাদের আটক করা হয়। 

দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আটককৃত আনু মিয়া ও নূরুজ্জামান চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করার সময় পুলিশ তাদের আটক করে। এসময় তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। 

এ ঘটনায় দোয়ারাবাজার থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

 
Back 
  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোমিনিকান উপকূলে অভিবাসী নৌকাডুবে নিহত ৪, নিখোঁজ ২০ 
গাজায় ত্রাণ নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে প্রায় ৮শ’ ফিলিস্তিনি নিহত : জাতিসংঘ
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
১০