সুনামগঞ্জের দোয়ারাবাজারে রসুন পাচারকালে আটক ২

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রসুন পাচারকালে আটক ২। ছবি; বাসস

সুনামগঞ্জ, ১৭ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৪৬ বস্তা রসুনসহ  আনু মিয়া (২৭) ও নুরুজ্জামান (২১) নামের দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

আটককৃত আনু মিয়া সিলেট এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার বাসিন্দা ও নূরুজ্জামান সিলেট জেলার গোয়াইনঘাট থানার লাবু এলাকার বাসিন্দা। 

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১০ টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তা থেকে একটি পিকআপ ও ১৪৬ বস্তা রসুনসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন ও রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ সহ তাদের আটক করা হয়। 

দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আটককৃত আনু মিয়া ও নূরুজ্জামান চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করার সময় পুলিশ তাদের আটক করে। এসময় তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। 

এ ঘটনায় দোয়ারাবাজার থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

 
Back 
  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০