বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

বান্দরবান, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার আলীকদম উপজেলায় আজ শনিবার দুপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন- আলীকদম উপজেলার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. বেলাল (৩০), বাজারপাড়ার বাসিন্দা মিনহাজ (১৮) ও নাছির চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. সৈয়দ আমিন (৪৫)।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে থেকে বেপরোয়া গতিতে আসা পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি (কক্সবাজার-ল-১১-২৩৮৮)  আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
টাঙ্গাইলে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা
দিনাজপুর হিলি স্থলবন্দরে ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ
প্রাথমিকের বৃত্তির প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ
জামায়াত আমীরের আরোগ্য কামনায় তিন দূতাবাসের শুভকামনা
সংসদের দক্ষিণ প্লাজায় আজ উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র
জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন, গেজেট প্রকাশ 
যুবদল, এনসিপি ও পুলিশকে জড়িয়ে ফেসবুকে ভুয়া ভিডিও শনাক্ত 
আসামির জামিন নিয়ে ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০