শিরোনাম
নীলফামারী, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলা সদরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনশ’ কম্বল বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলায় এসএসসি ব্যাচ-১৯৮৬-এর উদ্যোগে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে ।
এসএসসি-৮৬ ব্যাচের সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, আয়োজক কমিটির সমন্বয়ক ওমর ফারুক, নুরুজ্জামান বাদল প্রমুখ।