সিলেট ও সুনামগঞ্জে পৌনে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

সিলেট, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে পৌনে ৩ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

আজ শনিবার বিজিবি সিলেট ব্যাটালিয়ন বিভিন্ন এলাকায় টহল দলের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজিবি সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি এলাকায় অভিযান চালিয়ে মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩শ’ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত চোরাই পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০