সিলেট ও সুনামগঞ্জে পৌনে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

সিলেট, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে পৌনে ৩ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

আজ শনিবার বিজিবি সিলেট ব্যাটালিয়ন বিভিন্ন এলাকায় টহল দলের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজিবি সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি এলাকায় অভিযান চালিয়ে মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩শ’ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত চোরাই পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
টাঙ্গাইলে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা
দিনাজপুর হিলি স্থলবন্দরে ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ
প্রাথমিকের বৃত্তির প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ
জামায়াত আমীরের আরোগ্য কামনায় তিন দূতাবাসের শুভকামনা
সংসদের দক্ষিণ প্লাজায় আজ উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র
জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন, গেজেট প্রকাশ 
যুবদল, এনসিপি ও পুলিশকে জড়িয়ে ফেসবুকে ভুয়া ভিডিও শনাক্ত 
আসামির জামিন নিয়ে ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০