তারুণ্যের উৎসবের দ্বিতীয় ভেন্যু ফরিদপুরে আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২১:১০
ছবি : বাসস

ফরিদপুর, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে ঢাকাসহ দেশের ৯টি ভেন্যুতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দ্বিতীয় ভেন্যু হিসেবে ফরিদপুর জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার সকাল ১১টায় আর্চারি র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এই বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কোর্ট চত্তর হয়ে ফরিদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। 

র‌্যালির পরে তারুণ্যের উৎসব-২০২৫’এ প্রধান অতিথি হিসেবে আর্চারি কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণ ও আর্চারি উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক মো: ফারুক ঢালী, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মাছুদুর রহমান চুন্নু। 

এরপর জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয় পিঠা উৎসব। একই মাঠে ৩টি ক্যাটাগরিতে দিনব্যাপি প্রদর্শনী উন্মুক্ত আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মিটার দূরত্বে রিকার্ভ ডিভিশনে জুনিয়র বালিকা ক্যাটাগরি এবং সিনিয়র পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে শুধু একক ইভেন্টে ২৮ জন আরচ্যারের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র বালিকা ক্যাটাগরিতে রুমা আক্তার স্বর্ণ, সায়মা আক্তার রৌপ্য ও রাজিয়া আক্তার মিম ব্রোঞ্জ পদক লাভ করেন।

সিনিয়র পুরুষ ক্যাটাগরিতে মো: আব্দুর রহমান আবির স্বর্ণ, রাইয়ান তালুকদার রৌপ্য ও নাফিস উজ্জামান ব্রোঞ্জ পদক এবং সিনিয়র নারী ক্যাটাগরিতে মেহেজাবিন তুবা স্বর্ণ, নিঝুম আক্তার রৌপ্য ও আসিয়া নাজনিন জাকিয়া ব্রোঞ্জ পদক লাভ করেন। 

পুরস্কার বিতরণ শেষে মাঠে লোক সংগীত ও লোক নৃত্য পরিবেশন করা হয়। 

ফরিদপুর জেলা প্রশাসন এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলায় তারুণ্যের উৎসব-২০২৫’র আরচ্যারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
টাঙ্গাইলে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা
দিনাজপুর হিলি স্থলবন্দরে ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ
প্রাথমিকের বৃত্তির প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ
জামায়াত আমীরের আরোগ্য কামনায় তিন দূতাবাসের শুভকামনা
সংসদের দক্ষিণ প্লাজায় আজ উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র
জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন, গেজেট প্রকাশ 
যুবদল, এনসিপি ও পুলিশকে জড়িয়ে ফেসবুকে ভুয়া ভিডিও শনাক্ত 
আসামির জামিন নিয়ে ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০