ভোটার তালিকা হালনাগাদে বান্দরবানে প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৩১ আপডেট: : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে বান্দরবানে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ছবি : বাসস

বান্দরবান, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে বান্দরবানে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, জেলা নির্বাচন অফিসার এস,এম শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রশিক্ষণার্থীদের বলেন, পার্বত্য এলাকায় যাতে মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গারা) ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে না পারে সেদিকে সবাই সর্তক থাকবেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবান সদরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
টাঙ্গাইলে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা
দিনাজপুর হিলি স্থলবন্দরে ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ
প্রাথমিকের বৃত্তির প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ
জামায়াত আমীরের আরোগ্য কামনায় তিন দূতাবাসের শুভকামনা
সংসদের দক্ষিণ প্লাজায় আজ উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র
জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন, গেজেট প্রকাশ 
যুবদল, এনসিপি ও পুলিশকে জড়িয়ে ফেসবুকে ভুয়া ভিডিও শনাক্ত 
আসামির জামিন নিয়ে ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০