নাটোরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:২৯
নাটোরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা। ছবি ; বাসস

নাটোর, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা একটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। 

সভায় কমিটির সদস্য সচিব ও জেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জেলায় ইউরিয়া, ডিএপি, এমওপি এবং টিএসপি সারের মজুদ তথ্য উপস্থাপন করেন। চলমান রবি মৌসুমের চাহিদা পূরণে এই মজুদ পর্যাপ্ত এবং কোথাও সারের সংকট নেই- এ মর্মে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় নির্ধারিত দরের বেশী দামে সার বিক্রি অথবা কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে কৃষি বিভাগ, প্রশাসন এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী মনিটরিং কার্যক্রম চলমান রাখবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন, বিএডিসি রাজশাহী বিভাগের যুগ্ম-পরিচালক মো. জুলফিকার আলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইশতিয়াক, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ-সহ এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০