এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৫.৬২ শতাংশ

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪০
প্রতীকী ছবি

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): ব্যাচেলর অব মেডিসিন,ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার  ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৪৫.৬২ শতাংশ।

আজ রোববার বিকেলে এ ফল প্রকাশিত  হয়।

চলতি বছর সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে  মোট ৬০ হাজার ৯৫ জন সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ।

গত ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়।

দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি অর্থাৎ একটি আসনের বিপরীতে  ভর্তি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০