এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৫.৬২ শতাংশ

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪০
প্রতীকী ছবি

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): ব্যাচেলর অব মেডিসিন,ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার  ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৪৫.৬২ শতাংশ।

আজ রোববার বিকেলে এ ফল প্রকাশিত  হয়।

চলতি বছর সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে  মোট ৬০ হাজার ৯৫ জন সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ।

গত ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়।

দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি অর্থাৎ একটি আসনের বিপরীতে  ভর্তি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা
চুয়াডাঙ্গায় দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বিআইডব্লিউটিসি’র জলযান নির্মাণ কাজ পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
চাঁদপুরে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স
বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো ইইউ
রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ২
১০