ঢাবিতে ৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসব উদযাপিত

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:২০
‘পদ্মরাগ’ সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ‘যুক্তির বারুদে পুড়ে যাক অন্যায়, কন্ঠের পুষ্পে ফুটে থাক স্বপ্ন’ স্লোগানকে উপজীব্য করে দু’দিনব্যাপী ‘৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসব’ শেষ হয়েছে। 

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৭ মার্চ ভবনে এই উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

ঐতিহ্যবাহী রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গন আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতি মায়িশা মালিহার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম প্রধান আলোচক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, রোকেয়া বিতর্ক অঙ্গনের মডারেটর দীপা সরকার, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি, প্রাইম ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম স্বপ্নীল চৌধুরী সোহাগ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন রোকেয়া বিতর্ক অঙ্গনের সাধারণ সম্পাদক মোসা. নাজিয়া সুলতানা মুমু।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ও বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি মঞ্চ, যেখানে তরুণ প্রজন্মের চিন্তা, যুক্তি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। অনুষ্ঠানে উপাচার্য রোকেয়া বিতর্ক অঙ্গন প্রকাশিত ‘পদ্মরাগ’ শীর্ষক সাময়িকী’র মোড়ক উন্মোচন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০