ঢাবিতে ৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসব উদযাপিত

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:২০
‘পদ্মরাগ’ সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ‘যুক্তির বারুদে পুড়ে যাক অন্যায়, কন্ঠের পুষ্পে ফুটে থাক স্বপ্ন’ স্লোগানকে উপজীব্য করে দু’দিনব্যাপী ‘৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসব’ শেষ হয়েছে। 

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৭ মার্চ ভবনে এই উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

ঐতিহ্যবাহী রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গন আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতি মায়িশা মালিহার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম প্রধান আলোচক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, রোকেয়া বিতর্ক অঙ্গনের মডারেটর দীপা সরকার, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি, প্রাইম ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম স্বপ্নীল চৌধুরী সোহাগ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন রোকেয়া বিতর্ক অঙ্গনের সাধারণ সম্পাদক মোসা. নাজিয়া সুলতানা মুমু।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ও বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি মঞ্চ, যেখানে তরুণ প্রজন্মের চিন্তা, যুক্তি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। অনুষ্ঠানে উপাচার্য রোকেয়া বিতর্ক অঙ্গন প্রকাশিত ‘পদ্মরাগ’ শীর্ষক সাময়িকী’র মোড়ক উন্মোচন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহামারি প্রতিরোধে চুক্তি গ্রহণ করুন : ডব্লিউএইচও প্রধানের আহ্বান
ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে ডি ব্রুইনার খেলার সম্ভাবনা কম
প্রাক-মৌসুমে দক্ষিণ কোরিয়া সফরে যাবে টটেনহ্যাম
ভোলায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ 
দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কখনও আপস নয়: নজরুল ইসলাম খান
৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল
গাজায় ৩০০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত
চট্টগ্রামে ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার
ব্ল্যাক উইডো থেকে ব্লকবাস্টার রানী: স্কারলেট জোহানসনের পাঁচ রূপ
১০