নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৪:২৫ আপডেট: : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:৫০
নাটোরে ভোটার তালিকা হালনাগাদ চলছে। ছবি: বাসস

নাটোর, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায়  আজ সকাল ৯টায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার এ কার্যক্রম পরিচালনা করছেন।

আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এরপর শুরু হবে নির্ধারিত স্থানে নিবন্ধন বা ছবি তোলার কার্যক্রম।

২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংগ্রহ করা হচ্ছে । ভোটার হওয়ার জন্যে ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব সনদ, নিকট আত্নীয়ের এনআইডি,  বিদ্যুৎ, গ্যাস বা পানি অর্থাৎ ইউটিলিটি বিল এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি প্রয়োজন।

ভোটার হওয়ার ক্ষেত্রে নিজের এবং পিতা-মাতার নাম জন্ম বা শিক্ষা সনদের  সঙ্গে হুবহু মিলিয়ে লেখা, জন্ম সনদ বা শিক্ষা সনদ অনুযায়ী জন্ম তারিখ, প্রকৃত স্থায়ী ঠিকানা এবং দ্বৈত বা দুইবার ভোটার হওয়া থেকে বিরত থাকতে ভোটারদের উদ্বুদ্ধ করা হচ্ছে ।

জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম সকাল সাড়ে ৯টার দিকে শহরের গাড়িখানা, আলাইপুর এবং বড়গাছা এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিগত সময়ে ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারণা চালানো হয়েছে এবং মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ।

জেলায় সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভা এলাকায় বিদ্যমান ভোটার সংখ্যা ১৫ লক্ষ ২৪ হাজার ৮১৫ জন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে শতকরা পাঁচ শতাংশ হারে সম্ভাব্য ৭৬ হাজার ২৪০ জন নতুন ভোটার  তালিকায় অন্তর্ভূক্ত হবেন বলে আশা করা হচ্ছে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০