জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল আর নেই

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯ আপডেট: : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬
এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। ছবি : বাসস

জয়পুরহাট, ২০ জানুয়ারি ২০২৫ (বাসস) : জয়পুরহাটের প্রবীণ সাংবাদিক, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট  নৃপেন্দ্রনাথ মন্ডল মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৬ টায় তিনি জয়পুরহাট শহরের আরাফাতনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

 নৃপেন্দ্রনাথ মন্ডল দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। আজ বেলা ১১ টায় জয়পুরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে শ্রদ্ধা জানানো হয়। 

সেখান থেকে তাকে তার গ্রামের বাড়ি আক্কেলপুরে নেয়া হয়। পরে দুপুর ২টায় জয়পুরহাট শহরের খনজনপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল ৮০’র দশকে দৈনিক বাংলার বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। 

এরপর তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরবার্তা, দৈনিক করতোয়া পত্রিকায় কাজ করেন। সর্বশেষ তিনি জয়পুরহাট থেকে প্রকাশিত দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি একাধিকবার জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি, কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০