হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট, দুদিনে দেখা মেলেনি সূর্যের

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৭
নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট, দেখা মেলেনি সূর্যের। ছবি: বাসস

নওগাঁ, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট। দেখা  মেলেনি সূর্যের। সেইসাথে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা প্রকট হচ্ছে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে  জেলাবাসীর জীবন।

বদলগাছী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টায় এ জেলার  সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।   

গত দুই দিন ধরে ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জনদূর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে। 

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকার আকবর হোসেন বলেন, গতকাল থেকে সূর্য দেখা যাচ্ছে না। কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠাণ্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।

শিবপুর এলাকার কৃষক ইদ্রিস আলী বলেন, হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়েছে। সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। এখন ধান রোপনের সময়। জমির পানিতে নামলে মনে হচ্ছে বরফ হয়ে আছে পানি। এজন্য ঠিকমতো ধান রোপণ করতে পারছি না। 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। এ কারণে তীব্র ঠাণ্ডা অনুভব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০