হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট, দুদিনে দেখা মেলেনি সূর্যের

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৭
নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট, দেখা মেলেনি সূর্যের। ছবি: বাসস

নওগাঁ, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট। দেখা  মেলেনি সূর্যের। সেইসাথে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা প্রকট হচ্ছে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে  জেলাবাসীর জীবন।

বদলগাছী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টায় এ জেলার  সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।   

গত দুই দিন ধরে ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জনদূর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে। 

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকার আকবর হোসেন বলেন, গতকাল থেকে সূর্য দেখা যাচ্ছে না। কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠাণ্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।

শিবপুর এলাকার কৃষক ইদ্রিস আলী বলেন, হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়েছে। সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। এখন ধান রোপনের সময়। জমির পানিতে নামলে মনে হচ্ছে বরফ হয়ে আছে পানি। এজন্য ঠিকমতো ধান রোপণ করতে পারছি না। 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। এ কারণে তীব্র ঠাণ্ডা অনুভব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
১০