হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট, দুদিনে দেখা মেলেনি সূর্যের

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৭
নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট, দেখা মেলেনি সূর্যের। ছবি: বাসস

নওগাঁ, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট। দেখা  মেলেনি সূর্যের। সেইসাথে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা প্রকট হচ্ছে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে  জেলাবাসীর জীবন।

বদলগাছী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টায় এ জেলার  সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।   

গত দুই দিন ধরে ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জনদূর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে। 

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকার আকবর হোসেন বলেন, গতকাল থেকে সূর্য দেখা যাচ্ছে না। কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠাণ্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।

শিবপুর এলাকার কৃষক ইদ্রিস আলী বলেন, হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়েছে। সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। এখন ধান রোপনের সময়। জমির পানিতে নামলে মনে হচ্ছে বরফ হয়ে আছে পানি। এজন্য ঠিকমতো ধান রোপণ করতে পারছি না। 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। এ কারণে তীব্র ঠাণ্ডা অনুভব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন
গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ নীতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
১০