হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট, দুদিনে দেখা মেলেনি সূর্যের

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৭
নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট, দেখা মেলেনি সূর্যের। ছবি: বাসস

নওগাঁ, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নওগাঁয় গত দু'দিন থেকে বেড়েছে শীতের দাপট। দেখা  মেলেনি সূর্যের। সেইসাথে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা প্রকট হচ্ছে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে  জেলাবাসীর জীবন।

বদলগাছী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টায় এ জেলার  সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।   

গত দুই দিন ধরে ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জনদূর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে। 

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকার আকবর হোসেন বলেন, গতকাল থেকে সূর্য দেখা যাচ্ছে না। কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠাণ্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।

শিবপুর এলাকার কৃষক ইদ্রিস আলী বলেন, হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়েছে। সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। এখন ধান রোপনের সময়। জমির পানিতে নামলে মনে হচ্ছে বরফ হয়ে আছে পানি। এজন্য ঠিকমতো ধান রোপণ করতে পারছি না। 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। এ কারণে তীব্র ঠাণ্ডা অনুভব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলল এপি
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা
টাঙ্গাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
অস্ত্র ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮৬৬
নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
১০