বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৫

পটুয়াখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত-২

পটুয়াখালী, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে পৃথক দুর্ঘটনায় তরিকুল শরীফ (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী ও সেন্টু প্যাদা (৫০) নামের একজন জেলে নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর এলাকায় এবং তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়নের অংশে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম কনকদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবু বকর শরীফের ছেলে এবং নিহত জেলে সেন্টু প্যাদা কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আওলাদ প্যাদার ছেলে।

জানা গেছে, বাউফল-বরিশাল মহাসড়কের রাজনগর এলাকায়  সকাল ১০টায় মোটরসাইকেল চালক তরিকুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়। স্থানীয়রা ভাঙা মোটরসাইকেল (পটুয়াখালী মেট্রো- হ ১২২৬১১) এর পাশেই মাথা থেতলানো অবস্থায় তাকে দেখতে পায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন ট্রাক তাকে চাপা দিয়েছে।

অপরদিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়ন অংশের মঠবাড়িয়া পয়েন্টে ভোর ৬টায় লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে সেন্টু প্যাদা নামের একজন জেলে নিহত হয়েছেন। এসময় তার সহকর্মী দুই জেলে রেজাউল খাঁ ও সুজন ফকির সাঁতার কেটে তীরে ওঠে নিজেদের জীবন রক্ষা করে। তাদের দাবি পারাবত ১৫ নামক একটি লঞ্চ সজোড়ে তাদের ট্রলারে ধাক্কা দেয়। তবে কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ইনজার্জ তরিকুল ইসলাম জানিয়েছে, ঘন কুয়াকাশার কারণে লঞ্চের নাম নিশ্চিত হওয়া যায়নি। লঞ্চটি শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অনেক ভোরের ঘটনা হওয়ায় নিশ্চিত ভাবে জানা যায়নি কিভাবে দুর্ঘটনাগুলো ঘটেছে। ঘটনার বিস্তারিত সত্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।