বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৮

শেরপুরে সরকারি ৯ হাজার বইসহ ট্রাক চালক আটক

শেরপুরে বিনামূল্যে বিতরণের সরকারি ৯ হাজার বই জব্দ। ছবি: বাসস

শেরপুর, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় বিনামূল্যে বিতরণের সরকারি ৯ হাজার বইসহ এক ট্রাক চালককে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জেলা সদর উপজেলার চরমোচারিয়ার ধাতিয়া পাড়া থেকে বই সহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। মাইদুল ইসলাম (৩২) নামে ট্রাকটির চালককে আটক করে পুলিশ।

ট্রাকটিতে ২০২৫ সালের অষ্টম, নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মোট নয় হাজার বই ছিল। বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দ্যেশে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

ওসি বাসস'কে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।