চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি (সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি)’র সভা টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা অনুযায়ী ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সিটি কর্পোরেশন প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জাইকা’র পক্ষে প্রকল্পের উপদেষ্টা নাওকো আনজাই ও নবগঠিত সিএলসিসি কমিটির সদস্যবৃন্দ।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সিএলসিসি কমিটি এই প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাইকা আমাদের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’

সভায় জাইকার পক্ষে নাওকো আনজাই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘সিএলসিসি কমিটির কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি করবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে। আমরা আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী সরাসরি উপকৃত হবেন।’

সভায় কমিটির সদস্যরা নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শহরের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইজিপির সাথে নারী ভলিবল দলের সৌজন্য সাক্ষাত
লতিফ বাওয়ানী জুট মিলসের অধীনে ৩.৪৫ একর জমি বিক্রি করবে সরকার
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ৪ জন রিমান্ডে
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা: ৪৭৮ জন আটক
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে ৭ কি.মি. জুড়ে যমুনার ভাঙ্গন
যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার
ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পরিকল্পিতভাবে স্বার্থান্বেষী মহল বিএনপি’র নামে অপপ্রচার চালাচ্ছে: রিজভী
১০